গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের মাধ্যমে আমরা বাংলাদেশে এমন জটিল সার্জারি শুরু করতে চাই, যা আগে কখনও সম্ভব হয়নি। এভাবে আমরা শুধু দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি শক্তিশালী সুনাম গড়ে তুলতে চাই।’ আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলে ডা. এ কিউ এম মোহসেন। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মইনুদ্দিন হাসান রশিদ বলেন, ইউনাইটেড গ্রুপ সবসময় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছে, যা জাতির সেবায় নিবেদিত। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধনের মাধ্যমে আমরা আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমে যায়। আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে সেরা কার্ডিয়াক সেবা নিশ্চিত...