রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে মহাখালী যাওয়ার পথে রাস্তার বাঁ পাশে এসকেএস টাওয়ার। তার ঠিক পেছনে ছিল ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির একটা কারখানা। যে জায়গায় কারখানাটি ছিল, সেটি মূলত সেনাবাহিনীর, মহাখালী ডিওএইচএস (ডিফেন্স অফিসার্স হাউজিং স্কিম)–এর। ১৯৬০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে জায়গাটি ইজারা নিয়েছিল এই প্রতিষ্ঠান। কারখানার দক্ষিণ দিকের এই জায়গায় বহু বছরের আবর্জনা জমে বনজঙ্গলের মধ্যে এক ভাগাড়ে পরিণত হয়েছিল। এ ছাড়া বর্ষাকালে এই জায়গায় এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি জমত। সেই জলাবদ্ধ পানি কৃত্রিম আন্ডারগ্রাউন্ড ট্যাংকে জমা করা হতো এবং সেই ট্যাংক থেকে পাম্পিংয়ের মাধ্যমে বাইরে ফেলে দেওয়া হতো। এর পেছনে প্রতিষ্ঠানটির বছরে খরচ হতো কয়েক কোটি টাকা। স্থপতি শরীফ উদ্দিন আহম্মেদ এই জায়গাটিকে প্রথমে একটা রাস্তা, চেকপোস্ট, বাগান, জগিং স্পেস, মিটিং প্লেস মিলিয়ে প্রায় ৭-৮ কোটি টাকার...