এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। চ্যাম্পিয়ন হয়ে ভারত পেয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকা, যা গড়েছে নতুন রেকর্ড। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, ভিন্ন রকমের ঝাঁঝালো আমেজ। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি তুলে নেয় ভারত। আনুষ্ঠানিকভাবে শিরোপাজয়ী দলের প্রাইজমানি ঘোষণা করেনিএশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)। তবে আয়োজক কমিটির নির্ভরযোগ্য সূত্র ইকোনমিক টাইমসকে পুরস্কারের অঙ্ক জানায়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিরোপাজয়ী হিসেবে ভারত পাচ্ছে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। রানার্স-আপ পাকিস্তান পাচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ। এছাড়া তৃতীয় হওয়া বাংলাদেশ পেয়েছে প্রায় ৬০ লাখ টাকা, আর চতুর্থ...