দেশের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান মাতৃভূমি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেড’ সোমবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা ও ম্যাগাজিন উদ্বোধন করেছে। অনুষ্ঠানটি ঢাকায় রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং মাতৃভূমি গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া উদ্বোধন করেন।ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন বলেন, হৃৎপিণ্ড আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। হার্টের সমস্যা হলে জীবন বিপন্ন হয়। তাই তাদের হাসপাতাল মানুষের সেবা করার জন্য কাজ করছে। তারা প্রাকৃতিক ও আধুনিক চিকিৎসা পদ্ধতিতে রোগীদের সুস্থ করতে সাহায্য করছে।বিশ্ব হার্ট দিবস উপলক্ষে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান, যেন সরকার সকল সরকারি হাসপাতালে এই ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করে হৃদরোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করে।বিশেষজ্ঞরা বলেন, মানুষের হৃদপিণ্ড গর্ভে থাকাকালীন ২২তম দিন থেকে কাজ শুরু করে এবং সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু আধুনিক জীবনের...