ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (এসআইবিএল) চট্টগ্রাম অঞ্চলের ৫৫০০ কর্মকর্তার প্রতি বৈষম্যমূলক আচরণ ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরের জামাল খান প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম অধিকার আন্দোলনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় নীতি নির্ধারকরা চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের প্রতি বৈষম্যমূলক মনোভাব পোষণ করছেন। এটি শুধুমাত্র অনৈতিক নয়, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্যও হুমকি স্বরূপ। ৫৫০০ পরিবারকে একসঙ্গে অনিশ্চয়তায় ফেলার এই পদক্ষেপ মানবাধিকারের চরম লঙ্ঘন। সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে স্বেচ্ছাচারিতার পথ অবলম্বন করছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অন্যায় অবিলম্বে বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন হবে। চাকরিচ্যুতির...