মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এসময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ পরিচালনা করা হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ ঘোষণা দেন। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, গবেষণা ও মৎস্যজীবীদের মতামতের ভিত্তিতে এ সময় নির্ধারণ করা হয়েছে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের ৪ দিন ও অমাবস্যার পরের ৩ দিনসহ মোট ২২ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইলিশের প্রজনন নিশ্চিত করতে দু’টি পর্যায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজননের সুযোগ রাখা হয়েছে। এসময় ইলিশ ধরা, পরিবহন, বিক্রয়, মজুদ এবং জলসীমায় মাছ ধরার ট্রলারের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। নদীতে ড্রেজিং সম্পূর্ণ বন্ধ...