পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে গতকাল রোববার গুলিতে তিনজন নিহত হয়। তাদের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলো– সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মারমা (২১), হাফছড়ি ইউনিয়ন সাং চেং গুলি পাড়ার আথ্রাউ মারমা (২২) ও রামেসু বাজার বটতলা এলাকার তৈইচিং মারমা (২০)। এছাড়া এ ঘটনায় সেনাবাহিনীর ১ মেজরসহ ১৬ সদস্য ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ৩ জন আহত হয়। ঘটনার পর থেকে গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুম্ম ছাত্র–জনতার ডাকা অবরোধে রাঙামাটির সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙাসহ ৯ উপজেলার সাথে সড়ক যোগাযোগও বন্ধ। জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে জুম্ম ছাত্র-জনতার অবরোধে তিনদিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গত শনিবার শুরু...