ভারতের দিল্লির স্বঘোষিত ‘বাবা’ চৈতন্যানন্দ সরস্বতীর (৬২) আশ্রমে ভর্তি হওয়া থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন এক তরুণী শিক্ষার্থী। বর্তমানে যৌন হয়রানি ও শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগে গ্রেপ্তার এই বিতর্কিত ‘বাবা’র বিরুদ্ধে নতুন অভিযোগের যোগ হলো। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই তরুণী বলেন, গত বছর তিনি প্রায় ওই প্রতিষ্ঠানে ভর্তি হতে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টান। এখন তিনি নিজেকে ‘ভাগ্যবতী’ মনে করছেন। দিল্লির বসন্ত কুঞ্জের ‘শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট–রিসার্চ’-এ অন্তত ১৭ জন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার চৈতন্যনন্দের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে এই নতুন অভিযোগ যুক্ত হলো। তরুণী জানান, গত বছরের অক্টোবরে পড়াশোনার নথি নিয়ে তিনি ভর্তি হওয়ার আশায় ‘বাবা’র প্রতিষ্ঠানে গিয়েছিলেন। সেখানে চৈতন্যনন্দ নিজেই তাঁকে ইন্টার্নশিপের সুযোগ ও আর্থিক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘বাবা বলেছিলেন,...