দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজনের জন্য সারা দেশে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে নিয়মিত টহল ও পরিদর্শন করছে র্যাবের টিম। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব ফোর্সেসের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান এসব কথা বলেন। তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব কাজ করছে। সারা দেশে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ বছর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শেষ হবে। র্যাব ডিজি বলেন, “আমাদের সাইবার সিকিউরিটি টিমও সক্রিয় রয়েছে, যাতে কেউ অপপ্রচার বা গুজব ছড়িয়ে উৎসব ব্যাহত করতে না পারে। দেশবাসীকে অনুরোধ করবো— কোনও গুজবে কান দেবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও ধরনের অপ্রীতিকর সংবাদ দেখা...