গেলো জুলাইয়ে ওভালে ভারতের সঙ্গে শেষ টেস্টের প্রথম দিনের খেলার সময় কাঁধে চোট পান ক্রিস ওকস। এরপর তিন দিন মাঠে নামতে পারেননি। কিন্তু শেষ দিনে ৩৭৪ রান তাড়া করতে থাকা ইংল্যান্ডের ১৭ রানের প্রয়োজনের বাঁ হাতের আর্ম স্লিং নিয়ে ব্যাট করতে মাঠে নামেন। কোনো বল খেলেননি; তবে চার রান দৌড়ে গাস অ্যাটকিনসনের সঙ্গে দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন। সেদিন বিবিসি প্রধান ক্রিকেট রিপোর্টার স্টিফান শেমিল্ট লিখেছিলেন, “ওয়াকস যখন আর্ম স্লিংয়ে ব্যাটিংয়ে আসেন, তখন মনে হয়েছিল এটি তার শেষ ইংল্যান্ড শার্টে খেলা। দ্য ওভালে ভারতের বিপক্ষে চিরস্মরণীয় সেই মুহূর্ত হয়তো সবচেয়ে উপযুক্ত বিদায়।' সত্যি সত্যিই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ক্রিস ওকস। অ্যাশেজ দলে তার জায়গা না হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। ওয়াকস ৬২টি টেস্ট, ১২২টি...