নিজ দলের রাজনৈতিক সমাবেশে পদদলনে ৪০ জনের প্রাণহানির ঘটনার পর ভারতে ব্যাপক বিতর্কের মুখোমুখি হয়েছেন দেশটির দক্ষিণী সিনেমার সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের আয়োজিত এক নির্বাচনী সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এই অভিনেতার বক্তব্যের মাঝামাঝি সময়ের দিকে হঠাৎ করেই ভিড়ের মাঝে তীব্র ধাক্কাধাক্কি শুরু হয়। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি। সমাবেশে ভিড় নিয়ন্ত্রণের জন্য সরকারি কর্মকর্তারা পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেনি বলে বিরোধীরা অভিযোগ করেছেন। পুলিশ কর্মকর্তারা বলেছেন, বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজহাগামের (টিভিকে) আয়োজকরা সমাবেশে জনতার এত বেশি উপস্থিতি সম্পর্কে কোনও ধারণাই করতে পারেননি এবং সেই অনুযায়ী যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেননি। ৫১ বছর বয়সী বিজয় তামিলনাড়ুর অন্যতম জনপ্রিয় অভিনেতা। যার অভিনয় জীবন কয়েক দশকজুড়ে...