দীর্ঘদিন মাঠের বাইরে থেকে ফিরলেও এখনও যেন পুরোপুরি ফিটনেস ফিরে পাননি রদ্রি। হাঁটুর ব্যথায় ভুগছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। কোচ পেপ গুয়ার্দিওলা নিশ্চিত করেছেন, এই কারণেই বার্নলির বিপক্ষে ম্যাচে রদ্রি খেলতে পারেননি। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার বার্নলিকে ৫-১ গোলে হারায় সিটি। দাপুটে সেই জয়ের ম্যাচের স্কোয়াডেই ছিলেন না রদ্রি। ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন ওই বছরের ব্যালন দ’র জয়ী এই স্প্যানিশ ফুটবলার। লম্বা বিরতির পর গত মৌসুমের শেষদিকে মাঠে ফেরেন রদ্রি। জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপেও খেলেন তিনি। এরপর আবার ফিটনেস সমস্যায় ভুগতে হয় তাকে, খেলতে পারেননি এবারের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে, উলভসের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে পারেন ১৫ মিনিট। পরে ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলি ও আর্সেনালের বিপক্ষে টানা তিন ম্যাচে শুরুর একাদশে খেলে ছন্দে ফেরার আভাস...