সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পানির ট্যাংকির ঢালাই ধসে পড়ে হাসপাতালে সুমন আহমেদ নামের একজন আউটসোর্সিংয়ে নিযুক্ত কর্মী নিহত হয়েছেন। নিহত সুমন আহমেদ হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওসমানী হাসপাতালের আউটসোর্সিং স্টাফরা। তারা প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন এবং হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন। ওসমানীর অন্যান্য আউটসোর্সিং কর্মীদের সূত্রে জানা যায়, নাইট ডিউটি শেষে সকালে চা পান করতে হাসপাতালের পিডব্লিউডি ভবনের পানির ট্যাংকের নিচে একটি টং দোকানে যান সুমন। এ সময় পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্টাফরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা মেরামত বা সংস্কারের উদ্যোগ নেয়নি। এর...