বাংলাদেশে গত একদিনে ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হয়েছে; এ সময় মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩৫ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ হাজার ৭৮৬ জনে। তাদের মধ্যে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে মৃত ব্যক্তিদের এক জন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, এক জন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এক জন বরগুনার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের তিনজনই পুরুষ; বয়স যথাক্রমে ৭৫, ২৫ এবং ৭৮ বছর। আক্রান্ত ও মৃত্যু–দুই দিক দিয়েই সেপ্টেম্বর মাস বছরের আগের যে কোনো মাসকে ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৩১০ জন। এর আগে জুলাই মাসে ১০ হাজার...