মো. রুবেল নিশ্চিতভাবেই এই দিনটির কথা মনে রাখবেন। ডানহাতি অফস্পিনার নতুন বলে এক স্পেলে রাজশাহীর ব্যাটসম্যানদের ভড়কে দেবেন তা হয়তো নিজেও ভাবেনি৷ সিলেটে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে এমনটাই হলো। আগে ব্যাটিং করে চট্টগ্রাম বিভাগ ৬ উইকেটে ১৫৫ রান তোলে। মো. রুবেলের ভেলকিতে রাজশাহী ১২৫ রানের বেশি করতে পারেনি। ৩০ রানের দারুণ জয় পায় চট্টগ্রাম।আরো পড়ুন:আলাউদ্দিনের ফাইফার, অনিকের ছোট্ট ক্যামিওএনসিএল টি-টোয়েন্টি: শান্ত-সোহানের ঝড়ে রাজশাহীর জয় জয়ের নায়ক রুবেল ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন। যেখানে ১২ বলই ছিল ডট৷ বাউন্ডারি হজম করেছেন মাত্র ২টি। তার শুরুর আক্রমণের পর চট্টগ্রামের বাকি বোলাররা ধারাবাহিকতা ধরে রাখেন। হাসান মাহমুদ, নাঈম হাসান ও মেহেদী হাসান রানা ১টি করে উইকেট নেন। কোন উইকেট না পেলেও হাসান মুরাদ ৪ ওভারে দেন মাত্র ১৫ রান। রানের চাকায়...