বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান মাতৃভূমি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মাতৃভূমি হার্ট কেয়ার আলোচনা সভা ও ম্যাগাজিন উদ্বোধন অনুস্থান আয়োজন করেছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সফিকুল কবীর মিলনায়তনে মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ বি এম হানিফ মাস্টারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া বলেন, আমাদের হাসপাতাল মূলত সেবামূলক প্রতিষ্ঠান। মানব দেহের সবচে গুরুত্বপূর্ণ অংশ হৃদপিণ্ড, অর্থাৎ হার্ট। এটি বিকল হলে মানুষ বাঁচে না। সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতা থেকে আমরা এ হাসপাতাল গড়ে তুলেছি। ইতোমধ্যে প্রাকৃতিক বাইপাস পদ্ধতির এই চিকিৎসার মাধ্যমে নিয়মিত রোগীরা সেবা পাচ্ছে। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সরকারকে বলতে চাই, প্রত্যেকটি সরকারি হাসপাতালে আমাদের মতো...