২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের সাধারণ পরিষদের ঐতিহাসিক ৮০তম অধিবেশন এড়িয়ে গেছেন, যেখানে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। ওয়াশিংটন ক্রমাগত পাকিস্তানের দিকে ঝুঁকছে- এমন ক্রমবর্ধমান ইঙ্গিতগুলোর মধ্যে তার এই অনুপস্থিতির ঘটনা ব্যাপক জল্পনা তৈরি করেছে। সেই সাথে নয়া দিল্লির ভূ-রাজনৈতিক কৌশলের ব্যর্থতাও উম্মোচন হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোদির পরিবর্তে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। তিনি ‘স্বনির্ভরতা, স্ব-সুরক্ষা এবং আত্মবিশ্বাস’ এর সংস্কৃত বাক্যাংশ উদ্ধৃত করেন। ক্ষমতাসীন বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডাকে তুলে ধরার জন্য তিনি স্পষ্টভাবে ‘ভারত’ নামটি ব্যবহার করেন। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উষ্ণ আলাপচারিতার দৃশ্য মোদির নিউইয়র্ক থেকে দূরে থাকার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ভারতীয় প্রধানমন্ত্রী...