বলিউডের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘দে দে পেয়ার দে’ সিনেমাটি ২০১৯ সালে বক্স অফিসে সাফল্য পাওয়ার পর এবার আসছে এর সিক্যুয়েল ‘দে দে পেয়ার দে ২’। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর।সিনেমার টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে ১২ অক্টোবর। সিনেমার একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘নির্মাতারা ওইদিন টিজার প্রকাশ করতে চান। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে এই তারিখকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।’সূত্র আরও জানায়, ‘সিনেমাটি নিয়ে নির্মাতারা ভীষণ আশাবাদী। টিজার দর্শকদের ছবির মূল থিম, মজার মুহূর্ত আর প্রধান চরিত্রগুলোর আভাস দেবে। এতে ছবিটিকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে যাবে বলে ধারণা।’সিনেমার প্রথম পর্বে অভিনয় করেছিলেন অজয় দেবগন, রাকুল প্রীত সিং ও টাবু। গল্প ছিল এক ৫০ বছর বয়সি বিবাহ বিচ্ছিন্ন ব্যক্তি ও ২৬ বছরের এক তরুণীর প্রেম নিয়ে। এবার দ্বিতীয় পর্ব...