নিজস্ব প্রতিবেদক : টানা অস্থিরতার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে স্বস্তির হাওয়া বইেছে। দিনের শুরুতে সূচক ইতিবাচক থাকলেও দুপুর নাগাদ বড় ধাক্কা খায় বাজার। তবে শেষ বেলায় সূচক ও লেনদেন ঘুরে দাঁড়ালে বিনিয়োগকারীদের মধ্যে ফের আশার সঞ্চার হয়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বাড়ে, যার মধ্যে ১০টি কোম্পানির শেয়ার বিক্রেতার অভাবে ‘হল্টেড’ হয়ে যায়। স্টকনাও সূত্রে জানা গেছে, হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো—ন্যাশনাল ফিড মিল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, সোস্যাল ইসলামী ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল ফিড মিলে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.৩৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০ টাকা ৫০ পয়সায়। দিনের...