দাম নেই, এর পরেও থেমে নেই আগাম আলু চাষাবাদ। গত বছরের লোকসানের ক্ষত এখনও সারেনি। এরপরেও নীলফামারীর আলুচাষীরা ঝুঁকি নিয়ে আগাম আলু চাষাবাদে এখন ব্যস্ত। বাজারে নতুন আলুর দাম ১০০ টাকার উপরে থাকে। ফলন ভাল হলে চড়ামুল্যে হাঁকতে পারবে আলুর দাম, এমন স্বপ্নই দেখছেন আলু চাষীরা। স্বপ্নবাজ আলুচাষীদের সামনে অনেক চ্যালেঞ্জ। আলু শীত সহিষ্ণু সবজি। শরতে শীতের আমেজ এসেছে। কিন্তু দিনে প্রচন্ড গরম। অতিরিক্ত গরমে আলু পঁচে যায়। এছাড়াও রয়েছে ভারী বৃষ্টির সম্ভবনা। এই বৃষ্টিতে স্বপ্নবাজ কৃষকদের ভাগ্য পুড়ে। নতুন করে একই জমিতে আলু রোপণ করতে হয়। এতে আগাম না হয়ে ম্যাডিয়্যাম ভ্যারাইটি ফসল হিসাবে দাম আসে। ফলে অনেক সময় লোকসান গুনতে হয়। নতুন মৌসুমের আগেই ওভার সাইজ আলু চাষীরা মাঝারি মুল্যে হিমাগারেই পাইকারদের কাছে বিক্রি করে। এবারের দৃশ্যপট ভিন্ন।...