“ক্লিন ইমেজ প্রার্থীদের নমিনেশন দিলে আমি এগিয়ে থাকবো!”—বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ এম মাসুম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। রোববার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে আরও বলেন, আমি জাতীয়তাবাদী দলের একজন মনোনয়ন প্রত্যাশী। আমি ছাড়াও এই আসনে একাধিক যোগ্য এবং দলের ত্যাগী প্রার্থী মনোনয়ন চাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ক্লিন ইমেজ’ধারী প্রার্থীদের প্রাধান্য দেবে বিএনপি। অপকর্মে জড়িত বা বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা নিয়ে আসনভিত্তিক কাজ শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী ও ক্লিন ইমেজধারীদের দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকার খসড়া তৈরি করা হবে। তারেক রহমান চাচ্ছেন দুর্নীতিমুক্ত, ক্লিন ইমেজের নেতৃত্ব। চাঁদাবাজ, দখলবাজ, তিনি নেতৃত্ব দেবেন...