স্পেনের আবহাওয়া সংস্থা রোববার পূর্ব ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে ‘রেড এলার্ট’ জারি করেছে। গত বছরের অক্টোবরে এই অঞ্চলে বন্যায় ২৩৫ জনের মৃত্যুর ফলে বন্যার পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে। স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা, (এইএমইটি) ভূমধ্যসাগরীয় অঞ্চলে ‘খুব জটিল পরিস্থিতি’ সম্পর্কে সতর্ক করেছে। রাতভর বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয় এবং আলদাইয়ায় একটি গিরিখাত উপচে পড়ে। ২০২৪ সালের অক্টোবরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে একটি হল আলদাইয়া, যেখানে ২৩৫ জনেরও বেশি লোক মারা গিয়েছিল। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এইএমইটি ভ্যালেন্সিয়া এবং ক্যাসেলুন প্রদেশের পাশাপাশি পার্শ্ববর্তী কাতালোনিয়া অঞ্চলের তারাগোনা প্রদেশে ‘অসাধারণ বিপদ’ সম্পর্কে সতর্ক করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ভ্যালেন্সিয়া শহরে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, পাশাপাশি লাইব্রেরি, পার্ক, বাগান, বাজার এবং কবরস্থানসহ পাবলিক স্পেসও বন্ধ থাকবে। গত বছরের দুর্যোগ সতর্কতা...