নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ইউপি সদস্যকে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে গ্রামবাসী হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার, (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন। নিহত মো. সোহেল (৩৮) একই গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রাথমিক তদন্তের বরাতে ওসি নাসির উদ্দিন বলেন, বালিয়াপাড়ায় একটি মার্কেট নির্মাণ করা হয়েছে। সোমবার সকালে ওই মার্কেটের মালিক স্থানীয় বাসিন্দা শরীফ হোসেনের কাছে চাঁদা দাবি করেন। পরে শরীফ হোসেনের পরিবারের লোকজনের সঙ্গে সোহেলের বাকবিতন্ডাও হলে তারা গ্রামবাসীকে জড়ো করে সোহেলকে আটক করেন। নিহত মো. সোহেল ওরফে সোহেল মেম্বার অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিলেন। তার উপর গ্রামবাসী খুবই ক্ষুব্ধ ছিল। ওই ক্ষোভের...