নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মেসে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে মারধরের শিকার হওয়ার ক্ষোভ থেকে রান্নাঘর থেকে বঁটি এনে বৃদ্ধা শারুনী বেগমকে হত্যা করে ওই কিশোর। সোমবার দুপুরে আড়াইহাজার থানায় এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিনসহ পুলিশের কর্মকর্তারা। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত ২৬ সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার দুপতারা এলাকার জাহাঙ্গীর টেক্সটাইল মিলের ছাদে মেসের রান্নাবান্নার কাজে নিয়োজিত শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বঁটি উদ্ধার করে। ঘটনার পরপরই...