কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের অনিয়ম হয়- এমন ইঙ্গিত করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোম্পানিগুলোতে যে কত ধরনের তেলেসমাতি হয়! আমি এখন টের পাই কী যে হচ্ছে না হচ্ছে। কোম্পানিগুলো সরকারের চেয়ে স্মার্ট। এ কারণেই তারা এত অর্থ পাচার করতে পেরেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ‘ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন’ এবং ‘করপোরেট সেক্টরে আর্থিক স্বচ্ছতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, কোম্পানিতে যে কত ধরনের তেলেসমতি হয় আমি তো টের পাচ্ছি। কোম্পানিগুলো ইকুয়ালি ইকুয়ালি জিনিয়াস। টাকা এমনি পাঠায় না, লেয়ারিং করে টাকা পাচার করে। টাকা পাঠানোর ক্ষেত্রে প্রথমে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে অন্য জায়গায়, এভাবে পাচার হয়। তিনি বলেন, বাংলাদেশের জন্যে পজিটিভ কথা বলেন।...