ব্যাচেলর পয়েন্ট-এর সিজন ৫ বর্তমানে প্রচার হচ্ছে। দর্শকরা এটি দেখতে পাচ্ছেন চ্যানেল আই টিভি, বুম ফিল্মস ইউটিউব চ্যানেল এবং বঙ্গ অ্যাপে। ইতোমধ্যে অ্যাপে ৩০টির বেশি এপিসোড প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।নতুন সিজনে আবার দেখা মিলেছে সিরিয়ালের জনপ্রিয় চরিত্র ‘জেন্টেলম্যান’ নেহাল ওরফে তৌসিফ মাহবুবকে। এছাড়া শামীমা নাজনীন, ইশতিয়াক আহমেদ রুমেলসহ অন্যান্য চরিত্রও নতুনভাবে উপস্থিত। নির্মাতা অমি জানিয়েছেন, ভবিষ্যতে আরও কিছু সারপ্রাইজিং চরিত্র সিরিয়ালে দেখা যাবে। এমনকি থাকতে পারেন ব্যাচেলর পয়েন্টের ‘মোস্ট ওয়ানটেড’ চরিত্র রোকেয়া! নতুন সিজনে আবার দেখা মিলেছে সিরিয়ালের জনপ্রিয়...