ভারতের উত্তরপ্রদেশের বৃহত্তর নয়ডায় ভবনের ২১ তলা থেকে লাফিয়ে পড়ে এক ট্রেইনি চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত যুবকের নাম শিব (২৯)। তিনি মথুরার বাসিন্দা এবং দিল্লির একটি বেসরকারি মেডিকেল কলেজের ২০১৫ ব্যাচের এমবিবিএস শিক্ষার্থী ছিলেন। মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে ২০২০ সালে, করোনা মহামারির সময়, তাকে পড়াশোনা স্থগিত রাখতে হয়েছিল। এরপর থেকে তিনি চরম মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে শিব বাবা-মাকে নিয়ে বৃহত্তর নয়ডার গৌর সিটি-২ এলাকায় তাঁর বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তিনি হঠাৎ বেলকুনিতে গিয়ে...