মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-গাজা যুদ্ধের অবসানে একটি নতুন শান্তি পরিকল্পনা উত্থাপন করতে যাচ্ছেন। স্থানীয় সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এই পরিকল্পনা সামনে আনার কথা রয়েছে। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমে ফাঁস হওয়া পরিকল্পনা অনুযায়ী, সমঝোতা চূড়ান্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এরপর ইসরায়েল আজীবন সাজাপ্রাপ্ত কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। শান্তিতে রাজি হলে হামাসের সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ও গাজা থেকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ থাকবে। তবে হামাসের সব সামরিক অবকাঠামো ধ্বংস করা হবে। এছাড়া ইসরায়েলি সেনারা ধীরে ধীরে গাজা থেকে সরে আসবে ও সেখানে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হবে। পরিকল্পনায় ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার স্বীকৃতি দেওয়া হয়েছে ও সংস্কার সম্পন্ন হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) ভূমিকা রাখার কথাও উল্লেখ...