আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নেওয়ার আলোচনা চলছে। নির্বাচনের সময় যতই নিকটে আসছে, ততই এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা বাড়ছে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে, তবে বিএনপি এর ঘোর বিরোধ করছে। এ কারণে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মত ভিন্ন হচ্ছে। এতে নির্বাচনের বিষয়ে কিছু তৈরি হয়েছে শঙ্কা। কারণ প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের মিত্ররা পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। ৫ আগস্টের পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে। আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে দল দুটি দীর্ঘদিন ধরে যুগোপথ আন্দোলন চালিয়ে এসেছে এবং মিছিল ও সমাবেশে অংশ নিয়েছে। জুলাই মাসে জাতীয় সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক...