শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গত বছরের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলা ও হলে অস্ত্র এবং মাদক সম্পৃক্ততার ঘটনায় ১৯ জনকে আজীবন ও বিভিন্ন মেয়াদে ৩৫ জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এরমধ্যে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় আজীবন বহিষ্কৃত হয়েছেন ১২ জন। তারা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের শাবিপ্রবি শাখার সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক বন ও পরিবেশবিদ্যা বিভাগের সজীবুর রহমান, সহসভাপতি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, সহসভাপতি বাংলা বিভাগের শিক্ষার্থী ইউসুফ হোসাইন টিটু, সহসভাপতি পরিসংখ্যান বিভাগের হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফারহান চৌধুরী আরিয়ান, সাংগঠনিক সম্পাদক বন ও পরিবেশবিদ্যা বিভাগের লোকমান হোসাইন, ছাত্রলীগ কর্মী...