নানা নাটকীয়তা ও বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো ২০২৫ এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ধারণা করা হচ্ছিল, ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব পড়বে এই টুর্নামেন্টেও। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এই দুই চিরপ্রতিদ্বন্ধীর মাঠের লড়াইয়ের পাশাপাশি দেখা গেছে মাঠের বাইরের লড়াইও। শুরুটা হয়েছিল হ্যান্ডশেক কান্ড দিয়ে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়েরা। পরে এই ঘটনা গড়ায় বহুদূর। পাকিস্তানের সংবাদ সম্মেলন বয়কট, ফাইনালের আগে শিরোপার সঙ্গে দুই দলের অধিনায়কের অফিশিয়াল ফটোশুটে ভারতীয় অধিনায়কের অংশ না নেয়া এবং শেষ পর্যন্ত ভারতকে ফাইনালে শিরোপা না দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবারের আসরে। গতকাল (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের জমজমাট ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ম্যাচশেষে ভারতের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি...