হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার এক বিবৃতিতে হুথি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা ‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলআবিব লক্ষ্যে নিক্ষেপ করেছে।আনাদলু এজেন্সির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার পর তেলআবিব বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হুথি মুখপাত্র জানিয়েছেন, এদিন তেলআবিব ছাড়াও দক্ষিণাঞ্চলীয় ইলাত শহর লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়েন তারা।হুথিদের দাবি, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যা ও বিপজ্জনক আগ্রাসন’-এর জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে। তারা আরও বলছে, গাজায় দমন-নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ‘ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব’ হিসেবে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা গেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ড্রোন হামলা প্রতিহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য...