শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি বিস্ফোরক দ্রব্য ও ১০ কেজি গাঁজাসহ এক চোরাকারবারি আটক হয়েছে। আকটকৃত ব্যক্তি হলাে, শার্শার রামচন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আনোয়ার আলী সরদারের ছেলে শাহাজান আলী (৪৭) ওরফে উগ্গা শাজাহান। শার্শা থানা পুলিশের একটি সুত্র ও স্থানীয়রা জানান, শার্শার গোড়পাড়া পুলিশের এক অভিযানে রোববার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে বিস্ফোরক ও গাঁজাসহ তাকে আটক করা হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আজির আলীর ছেলে আব্দুর রাজ্জাক পালিয়ে যায়। আটককৃত মাদক দ্রব্য ও বিস্ফোরক উপাদানের বাজার মুল্য আনুমানিক ৪ লক্ষ ৬০ হাজার টাকা শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান, আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে । Your email address will not...