২০১২ সালে ছাত্রলীগের হাতে নৃশংসভাবে নিহত বিশ্বজিৎ দাসের স্মৃতিকে অমর করে রাখতে রাজধানীর পুরান ঢাকার শাঁখারিবাজার চার রাস্তার মোড় এলাকায় ‘বিশ্বজিৎ চত্বর’ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সেখানে তার স্মরণে একটি মনুমেন্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্মৃতিস্তম্ভ স্থাপনার কার্যক্রম উদ্বোধন করা হয়। জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিনের উদ্যোগে চত্বরের নামকরণ ও মনুমেন্ট স্থাপন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, সিটি করপোরেশনের নির্দেশে সকালে মনুমেন্ট নির্মাণকাজ শুরু হয়েছে। সন্ধ্যার মধ্যেই প্রাথমিক কাঠামো স্থাপনা সম্পন্ন হবে। প্রসঙ্গ জানতে চাওয়া হলে অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, ‘বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে তা সারা দেশের মানুষের বিবেককে জাগ্রত করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আত্মত্যাগের অন্যতম স্মারক নাম বিশ্বজিৎ দাস।...