ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যশোর-১ (শার্শা) আসনের রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মাঠ চষে বেড়াচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। এই আসনে আওয়ামী লীগ দৃশ্যত অনুপস্থিত থাকায় নির্বাচনী প্রতিযোগিতা মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন চান চারজন। মনোনয়ন যুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অন্যদিকে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াত, খেলাফল মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনের মাঠে নেই জাতীয় পার্টি ও বাম দলগুলোর কোনো প্রার্থী। দীর্ঘ ২০ বছরে বাম দলগুলোর কোনো কার্যক্রম এখানে চোখে পড়েনি। শেখ হাসিনা সরকারের পতনের পর যশোর-১ আসনে রাজপথে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তবে দলীয় কোন্দল বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য প্রার্থীদের ঘিরে তৃণমূলে রয়েছে বিভেদ। খোঁজ নিয়ে জানা যায়,...