ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে হ্যাক করার উদ্দেশ্যে এক সংঘবদ্ধ হ্যাকার চক্র বিবিসির প্রযুক্তিবিষয়ক প্রতিবেদক জো টিডিকে কোটি টাকার প্রলোভন দেয়। ‘মেডুসা’ নামের র্যানসমওয়্যার গোষ্ঠীর সঙ্গে যুক্ত ‘সিন’ ছদ্মনামের এক ব্যক্তি গোপন মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’-এ তাকে যোগাযোগ করে হ্যাকিংয়ে সহযোগিতা চাই। হ্যাকারদের প্রস্তাব ছিল—টিডি যদি নিজের লগইন তথ্য ও নিরাপত্তা কোড সরবরাহ করেন, তবে তারা বিবিসি সিস্টেমে ঢুকে ডেটা চুরি বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে মুক্তিপণ আদায় করবে। আর সেই মুক্তিপণের একটি বড় অংশ তাকে দেওয়া হবে। এমনকি বলা হয়, “এ টাকা পেলে আর জীবনে কাজ করতে হবে না।” প্রথমে ১৫ শতাংশ মুক্তিপণের ভাগ দেওয়ার কথা বললেও পরে তারা সেটি বাড়িয়ে ২৫ শতাংশ করে এবং দাবি করে, এই অর্থের বিনিময়ে টিডি কোটিপতি হয়ে যাবেন। তারা আরও জানায়, এর আগে যুক্তরাজ্যের একটি স্বাস্থ্যসেবা...