নতুন লোগো তৈরি কেনো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন প্রজন্মকে আমরা বিশেষ বার্তা দিতে চাই। সে আলোকেই লোগোর ডিজাইন করা হচ্ছে। অর্থাৎ নতুন লোগোতে বিশেষ থিম আছে। কলম হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়বিচারের প্রতীক। যার ভূখণ্ড হবে লাল-সবুজের বাংলাদেশ।’ভূটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকএদিকে সোমবার সকাল ৯টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরাস্থ কার্যালয়ে ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি এক সৌজন্য বৈঠকে মিলিত হন। তার সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ও আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠককালে তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়...