অবৈধ অর্থ লেনদেন ও পাচারের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের নথি অনুসারে, এসব অ্যাকাউন্টে মোট ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে উত্তোলন করা হয়েছে ৫৬৬ কোটি ৩৮ লাখ টাকা এবং বর্তমানে স্থিতি রয়েছে ৮৬ কোটি ৯৮ লাখ টাকা। অভিযোগে বলা হয়েছে, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে আদালতে আসামির জামিন, চাকরি ও বদলির তদবিরসহ নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসবের মাধ্যমে অর্জিত অর্থে তিনি ফ্ল্যাট, গাড়ি ও...