বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ঢাকা বিভাগীয় কোটায় ক্যাটাগরি-১ থেকে সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ-সভাপতি পদে নাজমুল আবেদিন ফাহিমের পথ প্রায় নিশ্চিত হয়ে গেছে। তাদের চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত লড়াইয়ের মাঠে টিকতে পারেননি বিসিবির সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফূয়াদ রেদোয়ান। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়ে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরও সংগ্রহ করেছিলেন। ফলে দুইটি পরিচালক পদের বিপরীতে তিন প্রার্থীর লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়। নির্বাচন কমিশনের ব্যাখ্যা, রেদোয়ানের মনোনয়নপত্রে দেওয়া সমর্থকের স্বাক্ষরের সঙ্গে ওই সমর্থকের কাউন্সিলর ফরমের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এ কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এখন ঢাকা বিভাগের দুই প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও নাজমুল আবেদিন...