২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম সংঘর্ষে থমথমে খাগড়াছড়ির পরিস্থিতি। দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে, জানিয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। সংঘর্ষে একজন মেজরসহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য, রামগড়ে কয়েকজন বিজিবি সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন। ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে বেশ কিছু বাড়িঘরে। এদিকে, সেখানে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো ও ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশও দিয়েছেন। অন্যদিকে, খাগড়াছড়ির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা...