২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম মাঝারি মানের সংগ্রহ পেয়েও আঁটশাট বোলিংয়ে রাজশাহী বিভাগকে বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। তাদের এই জয়ের নায়ক রহস্য স্পিনার মোহাম্মাদ রুবেল। চলমান জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ১২তম ম্যাচে সোমবার রাজশাহীকে ৩০ রানে হারায় চট্টগ্রাম। ১৫৬ রানের লক্ষ্যে ৮ উইকেটে ১২৫ রানে আটকে যায় রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়কে হারালেও আরেক ওপেনার মুমিনুল হক ও টপ অর্ডার শাহাদাত হোসেনের ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় চট্টগ্রাম। দুজনেই আউট হন ৪৫ রান করে। ৩৭ বলে ৬ চারে ৪৫ রান করেন মুমিনুল। ৩৩ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৫ রান করেন শাহাদাত। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ৮৫ রানের জুটি। রাজশাহীর হয়ে...