রাজবাড়ীতে ৪৩ বছর মামলা চালানোর পর আদালতের রায়ে জমি ফেরত পেয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রশাসনের সহযোগিতায় বেদখল হওয়া জমিতে উচ্ছেদ অভিযান চালায় প্রতিষ্ঠানটি। তবে বাধার মুখে দুপুরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেন তারা। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৮২ সালে আনোয়ার হোসেন গং সরকারকে বিবাদী করে তৎকালীন গোয়ালন্দের মুনসেফী আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। পরে ১৯৯৪ সালে তা খারিজ হয়। পরবর্তীতে একই বছরে তিনি মামলার আপিল করেন যা আদালত খারিজ করেন। পরবর্তীতে আপিলের রায়ের বিরুদ্ধে ১৯৯৭ সালে হাইকোর্ট বিভাগে আপিল করেন। হাইকোর্ট বিভাগ ও আপিল ডিসচার্জ করেন। পরবর্তীতে ২০০৭ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে লীভ টু আপিল করেন যা ২০০৯ সালে আবারও খারিজ হয়। সর্বশেষ ২০১৪ সালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনোয়ার হোসেন গংকে...