হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইসরায়েল-গাজা যুদ্ধের অবসানের জন্য নতুন শান্তি পরিকল্পনা সামনে আনবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের একটি চুক্তি হয়েছে।’ তবে রবিবার নেতানিয়াহু বলেন, ‘এটি এখনো চূড়ান্ত হয়নি।’ অন্যদিকে হামাস জানিয়েছে, তারা এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পায়নি। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমে ফাঁস হওয়া কপিগুলোতে দেখা যায়, পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে চুক্তি নিশ্চিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এরপর ইসরায়েল যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যদের সাধারণ ক্ষমা ও গাজা ছেড়ে যাওয়ার নিরাপদ সুযোগ দেওয়া হবে— তবে গাজার ভবিষ্যতে তাদের কোনো ভূমিকা থাকবে না। হামাসের সব সামরিক কাঠামো ধ্বংস করা হবে। ধাপে ধাপে ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহার হবে এবং...