মাগুরা জেলার বিভিন্ন উপজেলার নির্মাণাধীন ভূমি অফিসসমূহের অগ্রগতি পরিদর্শন করেছেন টেকনিক্যাল সাপোর্ট ইউনিট ভূমি মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী খান মুহাম্মদ নাজিম উদ্দিন। পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের গুণগত মান, সময়ানুবর্তিতা ও নকশা অনুযায়ী কাজের অগ্রগতি মূল্যায়ন করেন। এছাড়া নির্মাণ কাজের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময়ও করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার নির্বাহী প্রকৌশলী আ. ন. ম. ওয়াহিদুজ্জামান, সংশ্লিষ্ট ঠিকাদারগণ এবং ভূমি অফিসের প্রতিনিধি কর্মকর্তাবৃন্দ। খান মুহাম্মদ নাজিম উদ্দিন নির্মাণকাজে আরও গতিশীলতা আনার নির্দেশনা দেন এবং কাজের...