নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে ফয়সাল হোসেন (২২) নামে এক বাংলাদেশি তরুণ। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত হয়। এদের মধ্যেই একজন ছিল ফয়সাল হোসেন। রোববার (২৮ সেপ্টেম্বর) এ খবর জানাজানি হলে ব্যাপক আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। এদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) নিহত জঙ্গি সদস্য ফয়সাল হোসেনের পরিবারে খোঁজ নিতে গিয়ে জানা যায়, তার মা জানতেন যে সে দুবাই প্রবাসী। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়েছে, এটা কোনোভাবেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ফয়সাল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে ছোট দুধখালী এলাকার আবদুল আউয়াল মোড়লের ছেলে। তার পরিবারের সদস্যরা রাজধানীর জগন্নাথপুর এলাকার আজিজ সড়কে বসবাস করেন। আবদুল আউয়াল পেশায় একজন ইলেকট্রিশিয়ান।...