মালয়েশিয়ার Segi University -তে অনুষ্ঠিত 7th World Invention Competition and Exhibition -এ অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা'র দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুর রহমান সাদিক আকন্দ। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজক ছিল ইন্দোনেশিয়ান ইয়ং সাইন্টিস্ট অ্যাসোসিয়েশন। ১১টি দেশ থেকে আগত ১৭২টি টিম এই প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় ১৭টি টিম অংশগ্রহণ করে ড্রিমস অব বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে। সাদিক প্যান্টম ফোর্জ টিমের সদস্য হিসেবে আইটি অ্যান্ড রোবটিক্স সেগমেন্টে অংশগ্রহণ করে চৌকস উদ্ভাবক হিসেবে বিচারকদের বিপুল প্রশংসা লাভ করে এবং প্রতিযোগিতায় স্বর্ণপদকসহ মাইসু অ্যাওয়ার্ড লাভ করে। সাদিক অনুভূতি প্রকাশ করে বলেন, এই অর্জন আমার জন্য...