মৎস্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক এবং টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের (এসসিএমএফপি) প্রকল্প পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে চিংড়ি সেক্টর এবং চিংড়ি চাষিদের বাঁচাতে হবে। বর্তমান সরকার চিংড়ি সেক্টরকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি। বিশেষ করে যারা এ সেক্টরে কাজ করছে- করবে সরকার সব সময় তাদের সঙ্গে রয়েছে। চিংড়ি সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য মৎস্য দপ্তরের দরজা সব সময় খোলা রয়েছে। সোমবার দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের ‘প্রোসেস অ্যান্ড রেজাল্ট ডেমোন্সট্রেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এসিআই এগ্রোলিঙ্ক লিমিটেড এ কর্মশালার আয়োজন করে। মৎস্য অধিদপ্তরের সহায়তায় এসিআই এগ্রোলিংক লিমিটেড রোগমুক্ত চিংড়ির পোনা চাষ...