এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ না করায় তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লতিফ। এবারের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে রাজনৈতিক কারণে এসিসি ও পিসিবি প্রধান নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন রশিদ লতিফ। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন,এশিয়া কাপ ট্রফি ও পুরস্কারএসিসিচেয়ারম্যানের কাছ থেকে গ্রহণে অস্বীকৃতি জানানোয় ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ আইসিসির স্থগিত করা উচিত। অন্য কোনো খেলায় হলে এ ধরনের ঘটনা সহজেই সমাধানযোগ্য ছিল। এসিসি প্রধানের হাত থেকে ট্রফি না নেওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন লতিফ। তিনি আরও লেখেন,আইসিসি...