সার ডিলার আ”লীগ নেতা ফটিকের বিরুদ্ধে বিগত স্বৈরাচার সরকারের সময় ইচ্ছেমত সার পাচার ও কালো বাজারে বিক্রির অহরহ অভিযোগ থাকলেও ওই সময় কোন ব্যবস্থা নেয় নি সার মনিটরিং কমিটি ও কৃষি দপ্তর বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। স্বৈরাচার সরকারের পতনের পর থেকেও ফটিক একই কায়দায় অন্যত্র সার পাচার এবং মোকামে বিক্রি করে দেন। এমনকি সে নিয়োমিত দোকান খুলেনা, সারও পায়না স্থানীয় কৃষকরা। ডিলার ফটিকের বাড়ি উপজেলার সীমান্ত বর্তি কামারগাঁ ইউনিয়ন ইউপির চৌবাড়িয়া এলাকায়। আর তার ডিলার পয়েন্ট আরেক সীমান্ত বর্তি এলাকা চান্দুড়িয়া বাজারে। এতে করে সরকারি দামে ডিলার ফটিকের দোকান থেকে সার কিনা কষ্টকর ব্যাপার হয়ে পড়েছে কৃষক দের। একারনে তার ডিলার বাতিল করে স্থানীয় ব্যক্তিকে দেয়ার জোর দাবি ওই এলাকার কৃষকসহ জনসাধারণের । কিন্তু সার পাচারের মত এতবড় অপরাধ...