ঢাকা : তামিল সিনেমায় আনুশকা রজনীকান্ত, বিজয়, সুরিয়া, বিক্রম এবং কার্তির মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন। তেলুগু সিনেমায় তিনি নাগার্জুন, রবি তেজা, প্রভাস, আল্লু অর্জুন এবং রানা দাগ্গুবাতি সহ শীর্ষস্থানীয় নায়কের সঙ্গে অভিনয় করেছেন।ছায়াছবির রুপোলি পর্দায় অনেক সুন্দরী শিক্ষিকা দেখা গিয়েছে, কেউই তা অস্বীকার করবেন না। ইজাজত ছবির রেখা হন বা ম্যায় হুঁ না ছবির সুস্মিতা সেন, এই শিক্ষিকারা ভিড়ের মধ্যে পুরোপুরি আলাদা।তবে, কোনও শিক্ষিকা চলচ্চিত্রের নায়িকা হয়ে উঠেছেন, তাও আবার প্রথম সারির, এমনটা বড় একটা শোনা যায় না! কথা হচ্ছে আনুশকা শেঠিকে নিয়ে। দক্ষিণ ভারতীয় ছবির নায়িকা তিনি। তাঁর অন্য ছবি কেউ দেখুন আর না-ই দেখুন, বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দুটো ছবির সূত্রে তিনি এখন ভারত জুড়ে বিখ্যাত, মুছে গিয়েছে উত্তর আর দক্ষিণের বিভাজনরেখা।একসময় স্কুলশিক্ষিকা হিসেবে কাজ করা আনুশকা শেঠি...